পূজা মণ্ডপে মোবাইল ছিনিয়ে দৌড়, ধাওয়া করে ধরল র‌্যাব

র‌্যাব বলছে, এবার পূজার শুরু থেকেই ছিনতাই করার জন্য মণ্ডপে মণ্ডপে ঘুরছিলেন ওই তরুণ। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2022, 07:25 AM
Updated : 4 Oct 2022, 07:25 AM

ঢাকার রমনা কালীমন্দিরে দুর্গা পূজার মণ্ডপে আসা এক নারীর হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে দৌড় দিয়েছিল এক ছিনতাইকারী, র‌্যাব তাকে ধাওয়া করে ধরে ফেলার কথা জানিয়েছে।

সোমবার অষ্টমীর রাতে ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান।

গ্রেপ্তার বিশ বছর বয়সী মো. শামীমের বাড়ি শরীয়তপুরের জাজিরায়; তার কাছ থেকে ছিনতাই করা আরও একটি মোবাইল ফোন, চাকু, ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম র‌্যাবকে বলেছেন, এ বছর পূজার শুরু থেকেই তিনি মণ্ডপে মণ্ডপে ঘুরছেন ছিনতাই করার জন্য।

র‍্যাব কর্মকর্তা ফারজানা হক বলেন, “রমনা মন্দিরে ওই নারীর মোবাইল ফোনটি তার হাতে ছিল। সুযোগ বুঝে শামীম সেটা টান দিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যাচ্ছিল। মণ্ডপে দায়িত্বে থাকা র‌্যাব-৩ এর গোয়েন্দা সদস্যদের চোখে পড়ে গেলে তারা পিছু ধাওয়া করে ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন।“

শামীমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।