অভিমান থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ৩১.৬০ শতাংশ শিক্ষার্থী।
Published : 10 Feb 2024, 04:41 PM
২০২৩ সালের জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত আট মাসে ৩৬১ জন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে এক সমীক্ষায় উঠেছে। এদের বেশিরভাগের আত্মহননের কারণ হিসেবে অভিমানকে দেখিয়েছে সমীক্ষা পরিচালনকারী সংগঠন আঁচল ফাউন্ডেশন।
স্বেচ্ছাসেবী সংগঠনটি শনিবার ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করে তাদের প্রতিবেদন প্রকাশ করে। তাতে দেখা যায়, আত্মহত্যাকারী ৩৬১ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলের ১৬৯ জন, কলেজের ৯৬ জন, বিশ্ববিদ্যালয়ের ৬৬ জন এবং মাদ্রাসার ৩০ জন। এরমধ্যে পুরুষ শিক্ষার্থী ১৪৭ জন, নারী শিক্ষার্থী ২১৪।
আত্মহত্যার পেছনের কারণ বিশ্লেষণ করতে গিয়ে আঁচল ফাউন্ডেশন দেখেছে, অভিমান থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ৩১.৬০ শতাংশ শিক্ষার্থী। এদের মধ্যে নারী ৫৭ জন এবং সম সংখ্যক পুরুষ। আত্মহত্যার অন্য কারণগুলোর মধ্যে রয়েছে- প্রেম ঘটিত কারণ, পারিবারিক নির্যাতন, যৌন নির্যাতন, একাডেমিক চাপ, মানসিক অস্থিতিশীলতা, পারিবারিক সমস্যা।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)