দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন তিস্তা অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
Published : 06 Oct 2023, 07:39 PM
ভারি বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, শুক্রবার সকালে তিস্তার পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচে অবস্থান করছিল।
ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের বরাত দিয়ে তিনি বলেন, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানের তিস্তা অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে তিস্তা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় আবারও বাড়তে পারে।
“তিস্তা নদীর পানি বেড়ে আগামী ২৪ ঘণ্টায় ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার নিচে বা কাছাকাছি অবস্থান করতে পারে, তবে সার্বিকভাবে বন্যার ঝুঁকি কমে এসেছে।”
ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে তিস্তা নদীর গজলডোবা পয়েন্টের পানি সমতল ধীর গতিতে বাড়ছিল, আর গোমুহনী পয়েন্টের পানি কমছিল।
গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল ডালিয়া এবং কাউনিয়া পয়েন্টে কমেছে, যা বর্তমানে ডালিয়া পয়েন্টে ধীর গতিতে বাড়ছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
তিস্তা ব্যতীত দেশের উত্তরাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান উপ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কুশিয়ারা ব্যতীত, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি বাড়ছে।
আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
ফলে এ সময়ে সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, সোমেশ্বরী, জদুকাটা, ভুগাই-কংস নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কিছু পয়েন্টে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।