জমজ শিশুর লাশ কারা ফেলে গেছে, জানা যায়নি।
Published : 12 Aug 2023, 01:23 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশের ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে হলটির আনোয়ার পাশা ভবনের সামনের ময়লার স্তূপ থেকে শাহবাগ থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি জমজ নবজাতক লুঙ্গি দিয়ে পেঁচানো ছিল। কেউ হয়ত এখানে তাদের ফেলে রেখে গেছে।”
৯৯৯ নম্বরে কল পেয়ে শাহবাগ থানা পুলিশ নবজাতক দুটির লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।