“বাংলাদেশের জনগণ এবং জোটের সদস্যদের স্বার্থে কমনওয়েলথ আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ,” এক্স পোস্টে বলেন তিনি।
Published : 09 Jan 2024, 11:54 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব
প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
মঙ্গলবার কমনওয়েলথের মহাসচিব তার মাইক্রোব্লগিং সাইট এক্স এ অভিনন্দন জানান।
সেখানে তিনি লিখেছেন, নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার অর্জনে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে কমনওয়েলথ প্রস্তুত। বাংলাদেশের জনগণ এবং জোটের সদস্যদের স্বার্থে কমনওয়েলথ আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ।
৭ জানুয়ারির ভোটে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়ে চমক তৈরি করে। অন্যদলের মধ্যে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়।
টানা চতুর্থবার নির্বাচনে জয়ের পর এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীন, ভারত, রাশিয়াসহ বিভিন্ন দেশের দূতরা।