র্যাব বলছে, শাকির হিযবুত তাহরীরের অন্যতম শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সদস্য।
Published : 25 Jun 2023, 09:55 AM
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে ঢাকার কাফরুল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে মো. শাকির খান নামের ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
র্যাব বলছে, শাকির হিযবুত তাহরীরের অন্যতম শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সদস্য।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি মামলা রয়েছে এবং আদাবর থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
শাকির খান দীর্ঘ নয় বছর ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে রাবের ভাষ্য।
তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে র্যাব।