গত মেয়াদে মন্ত্রিসভায় থাকলেও এবার বাদ পড়েন ১৫ জন মন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী। এরমধ্যে ১৩জন বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতির পদ পেলেন।
Published : 07 Feb 2024, 10:14 PM
দ্বাদশ জাতীয় সংসদে আরো ১২টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। অধিবেশন শুরুর পাঁচ কার্যদিবসের মধ্যে এ নিয়ে ৫০টি কমিটির সবগুলো গঠন হয়েছে।
বুধবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাব করলে সংসদে কণ্ঠ ভোটে কমিটিগুলো পাস হয়।
কমিটি ঘোষণা শেষে চিফ হুইপ বলেন, “আমরা কমিটি গঠন করতে পারলাম। প্রধানমন্ত্রী যেটা করেছেন সেটা ঘোষণা করলাম।”
স্পিকার বলেন, “আপনি আমাকে প্রধানমন্ত্রীর হাতের তালিকাটা পাঠিয়ে দেবেন। আমরা এটা সংসদের কার্যবিবরণীকে সংযুক্ত করব।”
চিফ হুইপ বলেন, “সংরক্ষিত নারী সংসদ সদস্য হওয়ার পরে আমরা এ তালিকা সম্পূর্ণ করে রেকর্ডটা এক সঙ্গে দেব।”
কারা কোন কমিটিতে
বুধবার যেসব কমিটি গঠন করা হয়েছে, তাতে নতুন সরকারে মন্ত্রিত্ব না পাওয়া চার জনকে তাদের আগের মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রধান করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে এ কে আব্দুল মোমেনকে।
ভূমির চেয়ারম্যান হয়েছেন সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির প্রধান হয়েছেন একই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদূর উ শৈ সিং; ইমরান আহমেদ হয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির প্রধান।
গৃহায়ণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির প্রধান হয়েছেন শরীফ আহমেদ। তিনি গত সরকারে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী কেরামত আলী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমদ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযু্ক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান।
কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত সম্পর্কিত কমিটির সভাপতি কামরুল ইসলাম।
বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভিাপতি স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
গত মেয়াদে মন্ত্রিসভায় থাকলেও এবার বাদ পড়েন ১৫ জন মন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী। এরমধ্যে ১৩জন বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতির পদ পেলেন।
দ্বাদশ সংসদ: আরও ১০ সংসদীয় কমিটি গঠন
এর আগের তিন দিনে আ হ ম মুস্তফা কামালকে অর্থ; এম এ মান্নানকে পরিকল্পনায়; জাহিদ মালেককে বিজ্ঞান ও প্রযুক্তিতে; টিপু মুনশিকে বাণিজ্যে, আব্দুর রাজ্জাককে কৃষিতে, শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদে; জাহিদ আহসানকে যুব ও ক্রীড়ায়; বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয় গোলাম দস্তগীর গাজীকে।
গত ৩০ জানুয়ারি থেকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। বুধবার পর্যন্ত মোট কার্যদিবস ছিল পাঁচটি।
সংসদীয় কমিটি গঠনের কাজ শুরু হয় দ্বিতীয় কার্যদিবস থেকে। গত একাদশ সংসদে প্রথম ১০ কার্যদিবসের মধ্যে সবগুলো কমিটি গঠন করা হয়েছিল।