শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Published : 18 Nov 2023, 02:41 PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান।
রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও তাদের ফুলের তোড়া উপহার দেন। সাক্ষাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্য্ক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে মাননীয় প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক বেলজিয়াম ও সৌদি আরব সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি (প্রধানমন্ত্রী) তার ব্রাসেলস ও জেদ্দা সফর বিষয়ে দুটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।”
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের আমন্ত্রণে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে তিন দিনের সফরে গত ২৪ অক্টোবর বেলজিয়াম যান শেখ হাসিনা।
পরে জেদ্দায় ৬ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত ‘ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করেন এবং উমরাহ পালন করেন।
সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাইপাস সার্জারি করানোয় সাক্ষাতে রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেন সরকারপ্রধান।