বুধবার বিকাল পৌনে তিনটার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।
Published : 13 Dec 2023, 03:04 PM
বিএনপির ডাকা অবরোধের মধ্যে ধানমণ্ডির পর শাহবাগ মোড়ে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার বিকাল পৌনে তিনটার দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন।
“বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভায়।”
এর আগে সকালে ধানমণ্ডিতে একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দিয়েছে।
যানবাহনের মধ্যে রয়েছে বাস ১৭০টি, ট্রাক ৪৫টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৮টি।