আগের সময়সীমার মধ্যে ছয়টি নতুন দল নিবন্ধনের আবেদন করেছে।
Published : 24 Aug 2022, 10:15 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে আবেদনের সময় আরও দুই মাস বাড়ানো হয়েছে। এখন অক্টোবর পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবে।
নতুন দলের নিবন্ধন আবেদনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। ২৯ অগাস্ট পর্যন্ত আবেদনের শেষ সময় ছিল। এরইমধ্যে ছয়টি নতুন দল আবেদনও করেছে।
বুধবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, “নিবন্ধন শর্ত পূরণে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে কমিটির বিষয় রয়েছে; উপজেলা, জেলাসহ নানা ধরনের তথ্য দিতে হয়। এ জন্যে অনেক দল সময় বাড়ানোর আবেদন করেছে। সব বিষয় বিবেচনা করে কমিশন আবেদনের সময় দুই মাস বাড়িয়েছে।”
আগামী বছরের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন হবে।
রাজনৈতিক দল নিবন্ধন: নতুনদের জন্য ৩ মাস সময়
তার আগে আগামী বছরের শুরুতেই নতুন দলের নিবন্ধন চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা করছেন অশোক।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ৩৯টি। এগুলোই শুধু দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে পারে। ইসিতে নিবন্ধিত না হলে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে কোনো বাধা না থাকলেও ভোটে অংশ নেওয়া যায় না।
নিবন্ধনহীন দলের কেউ ভোটে অংশ নিতে চাইলে স্বতন্ত্র প্রার্থী হওয়া ছাড়া বিকল্প নেই।
ইসিতে দল নিবন্ধনের জন্য পাঁচ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। সেই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তিনটি শর্তের একটি পূরণ করতে হয়।
শর্তগুলো হলো- দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল প্রদর্শন।