কেরানীগঞ্জ কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

চিকিৎসার জন্য গত ১২ ফেব্রুয়ারি তাকে ফরিদপুর থেকে ঢাকায় আনা হয়েছিল।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2023, 06:40 PM
Updated : 27 Feb 2023, 06:40 PM

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দি এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকাল ৩টার দিকে খোকন দাশ (৪৫) নামের ওই বন্দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত বলে জানান চিকিৎসক। 

কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার খোকন ফরিদপুর কারাগারে বন্দি ছিলেন। গত ১২ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

“তিনি নানা রোগে ভুগছিলেন। এই কারাগারে রেখে তার চিকিৎসা চলছিল। দুপুরে তার শরীরের অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত হলে জানান।”

কারা কর্মকর্তা সুভাষ জানান, খোকন ভারতীয় নাগরিক হওয়ায় নিয়মানুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ভারত সরকারকে বিষয়টি জানানো হবে।

“তারা মরদেহ নিয়ে যেতে চাইলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নিয়ম রয়েছে। আর না হলে তার ধর্মীয় নিয়ম অনুয়ায়ী মরদেহ এদেশেই সৎকার করা হবে।”