১৭ বছর বয়সী ওই তরুণের নাম মো. রাসেল, বাড়ি বরিশালে।
Published : 23 Jan 2024, 04:40 PM
রাজধানীর গুলিস্তানে কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন দুজন।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ বছর বয়সী ওই তরুণের নাম মো. রাসেল, বাড়ি বরিশালে। ঢাকায় তিনি মিরপুরের পল্লবী এলাকায় পরিবারের সাথে থাকতেন। সেখানেই একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন।
রাসেলের বড় ভাই মো. হোসেন জানান, রাতে গ্যারেজের কাজ শেষ করে আরো দুজনকে সঙ্গে নিয়ে তার ভাই মিরপুর থেকে পুরান ঢাকায় গিয়েছিলেন খাবার খেতে। সেখান থেকে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাসেলকে ভোরের দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাসেলের সঙ্গে থাকা মানিক (১৯) ও এনামুলকে (২৩) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)