ঝড় বৃষ্টির সময় ঢাকা উদ্যানে নির্মাণাধীন ১৬ তলা ভবনের ১০ তলা থেকে কাঁচা দেয়ালের বেশ কিছু ইট ধসে পড়ে।
Published : 06 May 2024, 04:05 PM
রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মানাধীন ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে গিয়ে পড়ে একজনের প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত ৭জন।
শনিবার রাতে ১১টার দিকে ঝড় বৃষ্টির সময় ঢাকা উদ্যানে নির্মাণাধীন ১৬ তলা ভবনের ১০ তলা থেকে কাঁচা দেয়ালের বেশ কিছু ইট ধসে পড়ে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহ্ম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার এনামুল হক সৈকত বলেন, “ওই ভবনের লাগোয়া টিনশেড ঘরে নিম্নআয়ের কিছু পরিবার বসবাস করেন। দুর্ঘটনার পর আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে সোহরোওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে রেশমা নামে ৪০ বছর বয়সী এক নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় টিনশেড ঘরের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মোহ্ম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভুঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে দুইজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ ঘটনায় কেউ অভিযোগ দিলে পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান ওসি।