রমনায় পুলিশ সদস্যের মৃত্যু

দায়িত্বে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন এই পুলিশ কনস্টেবল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2022, 05:44 PM
Updated : 18 Nov 2022, 05:44 PM

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর রমনা থানার এক পুলিশ সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন। 

শুক্রবার সকালে তোফাজ্জল হোসেন মানিক (৪১) নামের ওই কনস্টেবলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি আবুল হাসান জানান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মানিকের দায়িত্ব ছিল পুরাতন থানা ভবনে। তিনি শাহবাগ থানার ব্যারাকে থাকতেন। 

“আজ সকালে পোশাক পরে পুরাতন থানা ভবনে এলে অসুস্থ হয়ে পড়েন মানিক। এ সময় অন্য পুলিশ সদস্যরা তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা, মানিক হার্ট অ্যাটাকে মারা গেছেন।” 

মানিক ২০০১ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণার বারহাট্টা থানার ডেমুরা গ্রামে। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে গ্রামের বাড়িতেই থাকে। 

পুলিশের ব্যবস্থাপনায় মানিকের মৃতদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।