কারওয়ানবাজার কলাপট্টি এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বজেন্দ্রকে নেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
Published : 16 Sep 2022, 06:15 PM
রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরের এ দুর্ঘটনায় মারা যাওয়া বজেন্দ্র চন্দ্র মণ্ডল (৬০) পেশায় কাঠ ব্যবসায়ী বলে পুলিশ জানায়।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শুক্রবার দুপুরে বজেন্দ্র চন্দ্রকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, কারওয়ানবাজার ডিআইটির বিপরীত পাশে খ্রিষ্টান পাড়ার কলাপট্টি এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন বজেন্দ্র। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খ্রিষ্টান পাড়ায় তার বাসা এবং কারওয়ানবাজারে কাঠের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাসা থেকে ব্যবসায় প্রতিষ্ঠানে যাওয়ার পথেই এই দুর্ঘটনা।
তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদখানের ভাবাদিয়ায়।