আদালতে দেওয়া এক আসামির জবানবন্দিতে অপহরণের সঙ্গে এসআই ওমর ফারুকের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে।
Published : 24 Apr 2024, 07:58 PM
একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় সংশ্লিষ্টতার তথ্য আসায় উত্তরা পশ্চিম থানার এসআই ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
ওমর ফারুকের আগাম জামিন আবেদন খারিজ করে বুধবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এই আদেশ দিয়েছে।
এই পুলিশ কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।
ওমর ফারুকের পক্ষে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জাহাঙ্গীর কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
আমিন উদ্দিন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ নভেম্বর জয়দেবপুরের পিরুজালী আলিমপাড়ার একটি খাবার হোটেলে আহসান হাবিবের সঙ্গে কথা বলার সময় তার (আহসান হাবিব) কয়েকজন সহযোগী সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে বাদী জয়দেবপুর মধ্যপাড়ার শফিকুল ইসলামের চোখ বেঁধে হাতকড়া পরিয়ে দেয়। তারা মারধর করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
বাদী পকেটে থাকা ১০ হাজার টাকা তাদেরকে দেন। পরে আসামিরা তার স্ত্রীকে ফোন করে মুক্তিপণ দাবি করেন। পরে রাত পৌনে ১২টার সময় তুরাগের কামারপাড়ায় গাড়ি থেকে চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিষয়টি পুলিশকে জানালে আহসান হাবিবকে ওইদিন রাতে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তিনি বিভিন্ন আসামির নাম বলেন।
এর মধ্যে মো. শাহীন চৌধুরী নামে এক আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দিতে বিষয়টির সঙ্গে এসআই ওমর ফারুকের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। এ অবস্থায় এসআই ওমর ফারুক হাই কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।