আত্মগোপনের জীবনে সায়েন একবার মালয়েশিয়া থেকেও ঘুরে এসেছেন।
Published : 09 Apr 2023, 12:14 PM
ঢাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সাজাপ্রাপ্ত এক সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
তালাত মাহমুদ সায়েন দুই বছরের সাজপ্রাপ্ত হয়ে এক বছর জেল খেটে জামিনে বের হন ২০১৫ সালে। এরপর গত সাতবছর ধরে আত্মগোপনে ছিলেন। পলাতক জীবনে একবার বিদেশ ঘুরে এসে ফের জড়িয়েছেন হিজবুতের কার্যক্রমে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-২ জানিয়েছে, ২৯ বছর বয়সী সায়েনকে শনিবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়; সে সময় তার কাছে কিছু ‘উগ্রবাদী বই’ ও লিফলেটও পেয়েছে র্যাব।
ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে এইচএসসি পাস করেন সায়েন; ছাত্রজীবন থেকে তিনি হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত বলে র্যাবের ভাষ্য।
বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সায়েনকে ২০১৫ সালে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তাকে দুই বছরের সাজা দেয় আদালত।
একবছর জেল খেটে জামিনে বেরিয়ে ২০১৬ সালে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নিজেকে আত্মগোপনে রাখার জন্য মালয়েশিয়ায় চলে যান তিনি।
র্যাব বলছে, মালয়েশিয়ায় দুই বছর থেকে ২০১৮ সালে দেশে ফিরে এসে পুনরায় হিযবুত তাহরীরের সঙ্গে জড়িয়ে পড়েন সায়েন।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে।