ঢাকায় আসছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

“শুনেছি, শিডিউলের কারণে মেলাতে পারছেন না,”জানালেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2022, 06:55 AM
Updated : 20 Nov 2022, 06:55 AM

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ ) মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিতে শেষ পর্যন্ত আর ঢাকায় আসছেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান।

তিনি বলেন, “উনার আসার কথা ছিল, বলেছেনও আসবেন। শুনেছি, শিডিউলের কারণে মেলাতে পারছেন না।”

Also Read: ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

দুই দিনের সফরে ২৩ নভেম্বর প্রথমবারের মত বাংলাদেশে আসার কথা ছিল ল্যাভরভের। পরদিন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইওআরএ মন্ত্রীদের সভায় যোগ দেওয়ার কথা ছিল তার।

২৩ সদস্য দেশের জোট আইওআরএর ২০২২-২৩ মেয়াদের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ।

গত বছরের নভেম্বর মাসে ঢাকায় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে জোটের দশম ডায়ালগ পার্টনার বা সংলাপ সহযোগী হিসাবে যুক্ত হয় রাশিয়া।

ঢাকায় আইওআরএ কাউন্সিল অব মিনিস্টিার্সে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা ছিল ল্যাভরভের।

রুশ পররাষ্ট্রমন্ত্রী শেষ পর্যন্ত ঢাকায় না এলেও সোমবার তার সঙ্গে টেলিফোনে আলাপ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন মোমেন।