গত ৫ অক্টোবর তাদের কারাগারে পাঠিয়েছিল আদালত।
Published : 17 Oct 2023, 12:16 AM
মশার লার্ভা নিধনের জৈব কীটনাশক বিটিআই নিয়ে জালিয়াতির মামলায় পরিবেশক মার্শাল অ্যাগ্রোভেট কেমিকেল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ তিনজন জামিন পেয়েছেন।
সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম তাহমিনা হক।
জামিন পাওয়া অন্য দুই আসামি হলেন-একই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন ও নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমেদ।
ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার লার্ভা নিধনে জৈব কীটনাশক বিটিআই প্রয়োগের কাজ গত ৭ অগাস্ট উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এ কীটনাশকের পুরো নাম ব্যাসিলাস থুরিংয়েইনসিস ইসরায়েলেনসিস।
মার্শাল অ্যাগ্রোভেট দাবি করে, তারা সিঙ্গাপুরের কোম্পানি ‘বেস্ট কেমিকেলস’ উৎপাদিত বিটিআই ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাতে তুলে দিয়েছে। তবে বেস্ট কেমিকেলস জানিয়েছে, তারা মার্শালকে কোনো বিটিআই দেয়নি। এরপরই জালিয়াতির বিষয়টি স্পষ্ট হয়।
এরপর গত ২১ অগাস্ট বিটিআই আমদানি নিয়ে জালিয়াতির অভিযোগে গুলশান থানায় মার্শাল অ্যাগ্রোভেটের তিনজন ও এক চীনা নাগরিকের বিরুদ্ধে করা প্রতারণার মামলা করে ডিএনসিসি।
সোমবার যে তিন আসামি জামিন পেয়েছেন, তারা গত ২৪ অগাস্ট হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জামিন শেষে ৫ অক্টোবর তারা ঢাকা মহানগর আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠায়।