কে বা কারা ঢিল ছুড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
Published : 02 May 2023, 09:11 PM
ঢিলের আঘাত ঢাকার মেট্রোরেলে কোচের কাচ ভেঙে ১০ লাখ টাকার ক্ষতি করেছে বলে দাবি করা হয়েছে।
এই ঘটনায় কাফরুল থানায় করা মামলায় ক্ষতির এই হিসাব দেওয়া হয়েছে। মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছে আদালত।
গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে মেট্রোরেলের জানালায় ঢিল ছুড়ে মারার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনায় মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদির সোমবার রাতে কাফরুল থানায় মামলা করেন।
মেট্রো রেল আইনে মামলা এটাই প্রথম মামলা। কাফরুল থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, এজাহারে ঢিলের কারণে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মেট্রোরেলের কর্মকর্তারা পুলিশকে বলেছেন, ওই জানালার কাচটি জাপান থেকে আমদানি করা, সেটি এনে লাগানোসহ সব মিলিয়ে এই খরচ হবে বলে তারা প্রাক্কলন করেছে।
কে বা কারা ঢিল ছুড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি হাফিজুর রহমান বলেন, “তদন্তে বলার মতো কোন অগ্রগতি নেই। আমরা ম্যানুয়াল (প্রথাগতভাবে) পদ্ধতিতে কাজে নেমেছি। অনেককে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে।”
মামলাটি মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে যায়।
হাকিম শান্ত ইসলাম মল্লিক এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ৭ জুন দিন ধার্য করেন বলে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন।
মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারা এবং দণ্ডবিধির ৪২৭ ধারায় মামলাটি হয়েছে।
আইনটির ৩৫ ধারায় বলা হয়েছে, “কোন ব্যক্তি যদি মেট্রোরেল ও উহার যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয় বা বিঘ্নিত হইবার সম্ভাবনা থাকে এইরূপ কোন কর্মকাণ্ড সম্পাদন করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।”
আর ৪৩ ধারায় বলা হয়েছে, “কোন ব্যক্তি যদি এই আইনের অধীন কোন অপরাধ সংঘটনে সহায়তা করেন বা উক্ত অপরাধ সংঘটনে প্ররোচনা দেন বা ষড়যন্ত্র করেন এবং উক্ত ষড়যন্ত্র বা প্ররোচনার ফলে সংশ্লিষ্ট অপরাধটি সংঘটিত হয়, তাহা হইলে উক্ত সহায়তাকারী, ষড়যন্ত্রকারী বা প্ররোচনাদানকারী উক্ত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডনীয় হইবেন।”