বিবৃতিতে তারা বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে টয়েলেটটি অন্য জায়গায় স্থানান্তরের দাবি জানান।
Published : 27 Feb 2024, 10:54 PM
কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের দেয়াল ভেঙে জনসাধারণের জন্য টয়লেট নির্মাণের ঘটনায় দেশের ৪৪ নাগরিক তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে টয়েলেটটি অন্য জায়গায় স্থানান্তরের দাবি জানিয়েছেন।
বৌদ্ধ বিহার কমিটির নেতাদের আপত্তির পরও গত এক সপ্তাহ ধরে কুয়াকাটায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের দেয়াল ভেঙে জনসাধারণের জন্য টয়েলটটি তৈরি করছিল পৌরসভা কর্তৃপক্ষ। তবে পরে তা জেলা প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত রয়েছে।
গত রোববার কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ ভিক্ষু পটুয়াখালীর ডিসির কাছে কাজ বন্ধ করার আবেদন করেন। পরে ডিসি নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলে তা স্থগিত করা হয়েছে।
বৌদ্ধবিহারের জায়গায় টয়েলট নির্মাণের ঘটনাকে ‘অসাংবিধানিক’ মন্তব্য করে বিবৃতিতে নাগরিকরা বলেন, “এমন সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন কাজ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এলাকার উন্নয়ন কাজ হবে, তা খুবই ভাল কথা, তাই বলে বৌদ্ধ বিহারের মতো পবিত্র স্থানে পাবলিক টয়লেট স্থাপন কখনই সমর্থনযোগ্য নয়। এই কাজটি ধর্মীয় উসকানি বা সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মের অবমাননার সামিল ছাড়া কিছু না।
“আমরা এ ঘটনার জন্য তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা মনে করি এ ঘটনার দায় স্থানীয় প্রশাসন কখনও এড়াতে পারে না।”
বিবৃতিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।
বিবৃতিতে সুলতানা কামাল, খুশী কবির, অ্যাডভোকেট জেড আই খান পান্না, রাশেদা কে. চৌধুরী, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, পারভীন হাসান, শিরিন হক, ইফতেখারুজ্জামান, আইনজীবী ফস্টিনা পেরেরা, অ্যাডভোকেট সালমা আলী, শারমিন মুরশিদ, ব্যারিস্টার সারা হোসেন, রোবায়েত ফেরদৌস, আইনজীবী সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, তবারক হোসেইন, অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান, শহিদুল আলম, মনিন্দ্র কুমার নাথ, শামসুল হুদা, তাসনীম সিরাজ মাহবুব, অধ্যাপক ফিরদৌস আজিম, রাহনুমা আহমেদ, রেজাউল করিম লেনিন, অধ্যাপক সুমাইয়া খায়ের, অধ্যাপক বীনা ডি কস্টা, স্বপন আদনান, সাংবাদিক সাঈদা গুলরুখ, সঞ্জীব দ্রং, সায়মা খাতুন, অধ্যাপক সায়মা লুৎফা, জাকির হোসেন, মো. নুর খান, ব্যারিস্টার আশরাফ আলী, অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী, ব্যারিস্টার শুভ্র চক্রবর্তী, ব্যারিস্টার শাহাদাত আলম, দীপায়ন খীসা, জোবাইদা নাসরীন কণা, পল্লব চাকমা, হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা সই করেছেন।