নিহত নূর নবী নাঈম (২৬) ওই ক্রেনটিরই অপারেটর ছিলেন।
Published : 24 Mar 2024, 07:58 PM
রাজধানীতে বহুতল ভবনের নির্মাণকাজের জন্য মাটি তোলার সময় একটি ক্রেন ৩০ ফুট নিচে পড়ে গেলে তার চাপায় মারা গেছেন একজন।
নিহত নূর নবী নাঈম (২৬) ওই ক্রেনটিরই অপারেটর ছিলেন।
রোববার বিকালে মালিবাগ রেলক্রসিং সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনায় আহত তিনজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
খিলগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা জিয়াউল হক বলেন, বহুতল ভবনের নির্মাণকাজের জন্য ক্রেন দিয়ে মাটি তোলা হচ্ছিল। চারপাশে ইস্পাত দিয়ে মাটি বাঁধা ছিল।
“যে অংশে ক্রেন ছিল সে অংশের মাটি ধসে ক্রেনটি প্রায় ত্রিশ ফুট নিচে পড়ে গেলে অপারেটরসহ নীচে থাকা বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়েন। চাপা পড়া একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এই ঘটনায় আহত হন শ্রমিক জিয়ারুল (২০), রাতুল প্রামানিক (১৮) এবং সাদেকুল (২২)।
চিকিৎসাধীন জিয়ারুল জানান, তারা ১০/১২ জন মাটির প্রায় ৩০ ফুট নিচে কাজ করছিলেন।
“আমরা মেশিনে বালু বোঝাই করে দেই, তা মেশিনের মাধ্যমে উপরে তোলা হয়। হঠাৎ করে মাটি ধসে উপর থেকে মেশিনটি নিচে পড়ে গেলে আমরা চাপা পড়ি।”
হাসপাতালে আসা শ্রমিকরা জানিয়েছেন, ঘটনার পরপরই আশপাশের লোকজন উদ্ধারকাজে হাত লাগান। কিন্তু ক্রেন অপারেটর নূর নবী নাঈমকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।