শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফ্রিকার দেশ মরক্কো।
Published : 09 Feb 2024, 06:42 PM
মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জি-২০ সম্মেলনে যোগ দিতে বর্তমানে নয়া দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা রোববার মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচকে পাঠানো এক চিঠিতে তার সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফ্রিকার দেশ মরক্কো। এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা ইতোমধ্যে দুই হাজার ছাড়িয়েছে, পাল্লা দিয়ে বাড়ছে আহতের সংখ্যাও।
শোক বার্তায় শেখ হাসিনা বলেন, এটলাস পর্বতমালায় আঘাত হানা বিধ্বংসী ওই ভূমিকম্পে হতাহতের ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে মর্মাহত’।
“বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগতভাবে আমি এই মর্মান্তিক ঘটনায় এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং সম্পত্তি ধ্বংসের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।
“আমরা নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকের এই মুহূর্তে আমরা শোকাহত পরিবারের সদস্যদের এবং মরক্কোর জনগণের সাথে আছি।”
সংবাদসূত্র: বাসস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)