আগামী ১৭ ও ১৯ অক্টোবর তাদের আবার কর্মবিরতির ঘোষণা ছিল।
Published : 15 Oct 2023, 10:07 PM
শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে থাকা শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পরের দফার কর্মবিরতি প্রত্যাহার করেছেন।
আগের রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রোববার বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এতে বলা হয়, যেসব দাবিতে তারা আন্দোলন করে আসছেন, সেগুলো পূরণে সর্বাত্মক চেষ্টা থাকবে বলে সমিতির নেতাদের আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।
“তিনি পর্যায়ক্রমে এ দাবিগুলো বাস্তবায়ন সম্ভব বলে মত দেন। শিক্ষামন্ত্রী মহোদয়ের সুনির্দিষ্ট আশ্বাসের প্রেক্ষিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আগামী ১৭ অক্টোবর ও ১৯ অক্টোবরের সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হল।”
গত ২ অক্টোবর কর্মস্থলে উপস্থিত থেকে কাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। পরে ১০ থেকে ১২ অক্টোবর ‘সর্বাত্মক কর্মবিরতি’ পালন করেন তারা। তৃতীয় দফায় আগামী ১৭ ও ১৯ অক্টোবর কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন শিক্ষা ক্যাডাররা।
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং আনুপাতিক হারে প্রথম ও দ্বিতীয় গ্রেডসহ প্রয়োজনীয় পদসৃজন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর অধিদপ্তরের জন্য বিসিএস সাধারণ শিক্ষা কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলস- ১৯৮০ পরিপন্থি সব নিয়োগবিধি বাতিলের দাবি তাদের।
এছাড়া শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার, জেলা-উপজেলায় শিক্ষা ক্যাডার পরিচালিত শিক্ষা প্রশাসন সৃষ্টি ও চাকরির ৫ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড দেওয়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষা কর্মকর্তারা।
এ নিয়ে শনিবার রাতে সরকারি বাসভবনে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী। পরে তাদের পাশে নিয়ে দীপু মনি বলেছিলেন, “আমাকে তারা জানিয়েছেন, কর্মসূচি প্রত্যাহার করবেন। বাকিটা উনারা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে যা জানাবার জানাবেন।”