বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এই মার্কেটে আগুন লেগে বেশিরভাগ দোকানই পুড়ে
Published : 28 Jan 2024, 03:54 PM
রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করছে জেলা প্রশাসন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন।
দোকানের বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওই তালিকা করার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, মাইকে ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, দোকান মালিকের সঙ্গে চুক্তিপত্র ও মোবাইল নম্বর নিয়ে পোড়া মার্কেটের পশ্চিম পাশে সোনালী ব্যাংকের নিচে আসতে বলা হচ্ছে। পশ্চিম পাশে উত্তর সিটি করপোরেশন এবং দক্ষিণ পাশে জেলা প্রশাসন তালিকা করছে। ব্যবসায়ীরা দাঁড়াচ্ছেন লাইন ধরে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত দোকান মালিক, ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকা করছি। এজন্য তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজ পত্র চাওয়া হচ্ছে। তালিকায় অন্তর্ভুক্ত করার পর তাদের সহায়তা দেওয়া হবে।”
বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এই মার্কেটে আগুন লেগে বেশিরভাগ দোকানই পুড়ে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় পুলিশ, র্যাব, সেনা, নৌ ও বিমান বাহিনী। সাড়ে পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সিটি করপোরেশন এই মার্কেটে ৩১৭টি দোকানের কথা বললেও ব্যবসায়ীরা বলছেন, দোকান ছিল পাঁচশরও বেশি। সিটি করপোরেশনের হিসেবে এর মধ্যে দোকান পুড়েছে ২১৭টি।
দুপুরের পরও ধ্বংসস্তুপের মধ্যে শেষ সম্বল খুঁজছিলেন ব্যবসায়ীরা। সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কাউকেই মার্কেটের ভেতরে ঢুকতে দেয়নি। বেলা একটার পর মার্কেটটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। উৎসুক জনতার ভিড় করলেও তাদের সরিয়ে দেওয়া হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)