“এর আগেও এই সমিতির অনেকে তাদের সঞ্চয় তুলতে চেয়েছেন কিন্তু সেই টাকা ফেরত না পাওয়ায় তারা বিক্ষোভ করেছেন।“
Published : 18 Jul 2023, 01:27 PM
ঢাকার পল্লবীতে ‘কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ থেকে সঞ্চয়ের টাকা ফেরত না পাওয়ায় বিক্ষোভ করছেন একদল গ্রাহক।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই সমবায় প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নিয়ে গ্রাহকরা বিক্ষোভ করেন বলে পল্লবী থানার এসআই তোফায়েল আহমদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘ভুক্তভোগীরা’ মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডের কাছে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচলে সমস্যা হয়। পরে তারা কর্ণফুলী মাল্টিপারপাসের সামনে অবস্থান নেন।
“কর্ণফুলী মাল্টিপারপাস প্রতিষ্ঠানটি সাধারণ মানুষকে আর্থিক প্রলোভন দেখিয়ে সদস্য করত এবং প্রতিমাসে টাকা নিত। এর আগেও এই সিমিতির অনেকে তাদের সঞ্চয় তুলতে চেয়েছেন কিন্তু সেই টাকা ফেরত না পাওয়ায় তারা বিক্ষোভ করেছেন।“
প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’ র চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার স্ত্রী লাকী আকতারকে ২০২১ সালে গ্রেপ্তার করেছিল র্যাব।
জসিমের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই প্রতিষ্ঠান খুলে নিম্ন আয়ের মানুষদের বেশি লাভের প্রলোভন দেখিয়ে মাসিক ভিত্তিতে টাকা জমা নিয়ে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
সে সময় জসিমকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে বনানীতে জসিম ওভারসিজের অফিসে এবং বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ইয়াবা, প্রায় এক লাখ জাল টাকা উদ্ধার এবং দুটি গাড়ি জব্দ করে র্যাব।
র্যাবের ভাষ্য, নিবন্ধিত এই প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা কাগজ কলমে ৫৩৭ জন হলেও অবৈধভাবে তারা সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ হাজার করেছে।