ভোটের তফসিলের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তর আগের মতই বলেছে, বাংলাদেশের জনগণ নিজেদের জন্য যেটা চায়, যুক্তরাষ্ট্র সেটাই চায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2023, 07:16 AM
Updated : 17 Nov 2023, 07:16 AM

তফসিল ঘোষণার পর বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগের অবস্থান পুনরায় তুলে ধরেছে যুক্তরাষ্ট্র সরকার।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে আমাদের বার্তায় আমরা অবিচল রয়েছি। ভোটের তারিখ ঘোষণার প্রেক্ষাপটে আমাদের বার্তা একই রকম।”

বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধের মধ্যে ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে বুধবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ক্ষমতাসীন আওয়ামী লীগ, তাদের শরিক এবং সমমনা দলগুলো তফসিলকে স্বাগত জানিয়েছে; অন্যদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপিসহ সমমনা দলগুলোকে সিইসির ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে।

বিরোধীদের প্রতিবাদ উপেক্ষা করে সমঝোতা ছাড়া তফসিল ঘোষণার বিষয়ে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, “বাংলাদেশি জনগণ নিজেদের জন্য যেটা চায়, আমরাও সেটা চাই–  শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

“আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন করি না; কোনো দলকে আরেক দলের উপর পক্ষপাত করি না।”

সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে, “আমরা সব দলের প্রতি সংযমী হওয়ার, সহিংসতা পরিহারের এবং শান্তিপূর্ণভাবে অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করার আহ্বান জানাই।”