গাড়ি ও বাইকের প্রতিযোগিতা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার খবরে নাম আসছিল এ সড়কের।
Published : 19 Dec 2023, 12:36 AM
ঢাকার কুড়িল থেকে পূর্বাচলের পথে ৩০০ ফুট সড়ক হিসেবে পরিচিত এক্সপ্রেসওয়েতে যান চলাচলে বিশৃঙ্খলা ঠেকাতে রাতে অভিযান চালিয়েছে পুলিশ; পরের দিনগুলোতে যা আরও জোরেশোরে চালানোর কথা বলা হয়েছে।
সোমবার সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চালানো অভিযানের প্রথম দিন নিয়ম না মেনে চলাচলকারীদের বড় অংশকে সতর্ক করার কথা বলেছেন গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজুর রহমান।
এদিন প্রায় ২০০ গাড়িকে অতিরিক্ত গতির জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ১৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি ১৪টিকে রেকার দিয়ে টেনে নিয়ে যাওয়া এবং পাঁচটিকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানে থাকা কর্মকর্তারা বলছেন, প্রথম দিন তাদের উদ্দেশ্য ছিল সতর্ক করা। মঙ্গলবার থেকে তা কঠোর করা হবে।
দিন কয়েক আগেই রাজধানীর সঙ্গে পূর্বাচল হয়ে নারায়ণগঞ্জের মধ্যে সংযোগ স্থাপনকারী এ এক্সপ্রেসওয়েতে দুই প্রাইভেট কারের ভয়াবহ সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। উচ্চ গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানোর কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
৩০০ ফুট নামে পরিচিত এ সড়কে রাতের বেলায় যানবাহন চলাচলে বিশৃঙ্খলার ঘটনা খবর হচ্ছিল কয়েকদিন ধরে। গাড়ি ও মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা, উল্টো পথে চলাচল, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগ আসছিল নিয়মিত।
এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ ও গুলশান অপরাধ বিভাগ যৌথভাবে সেখানে এ অভিযান চালায়।
এডিসি হাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (সোমবার) ছিল অভিযানের প্রথম দিন। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই সড়কে বিশৃঙ্খলা রোধ করতে মানুষকে সতর্ক করা। মঙ্গলবার থেকে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে, অভিযান চালানো হবে আরও জোরেশোরে।”