অবরোধের আগের রাতে ঢাকায় আরও দুটি বাস পুড়েছে।
Published : 23 Dec 2023, 10:00 PM
বিএনপির আরেক দফা অবরোধের আগে ঢাকার হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজা থেকে একটি বাস বের হওয়ার পরপরই যানটিতে আগুন দেওয়া হয়েছে।
শনিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ওয়ারী থানার ওসি জানে আলম মুন্সী বলেন, যাত্রাবাড়ীর কাজলা থেকে ছেড়ে আসা বাসটি টোল প্লাজা অতিক্রম করার পরপরই সেটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাঁচ দিন পর রোববার আবার বিএনপির এক দিনের অবরোধ কর্মসূচি রয়েছে। এর আগের দিন রাতে ঢাকায় আরও দুটো বাসে আগুন দেওয়া হয়েছে।
মিরপুর ১৩ নম্বরে রাত ৯টা ৩৭ মিনিটে বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয় মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে অল্প সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলে।
এর প্রায় ঘণ্টা দেড়েক পর রাত ১১টার দিকে কলাবাগান বাস স্ট্যান্ডের কাছে মিরপুর মেট্রো সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ১১টা ১৩ মিনিটে তা নেভায় বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়।