ওসি বলেন, কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে।
Published : 14 Aug 2023, 11:58 AM
রাজধানীর ধোলাইপাড় ফুট ব্রিজের নিচে গাড়ির ধাক্কায় এক যুবকের প্রাণ গেছে।
নিহত মো. সোহেলের বয়স ৩২ বছর; তার বাসা শ্যামপুর খন্দকার রোডে।
শ্যামপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, সোমবার ভোর ৫টার দিকে সোহেল রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পথচারীরা সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে; পথচারীরা কেউ বলছে পিকআপ, আবার কেউ বলছে বাস।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সোহেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।