অনুপস্থিত থাকা ওই শিক্ষক-কর্মচারীদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে এর কারণ ব্যাখ্যা দিতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
Published : 23 Oct 2023, 04:09 PM
তাৎক্ষনিক পরিদর্শনে গিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের ১০৯ জন শিক্ষক-কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন শিক্ষা কর্মকর্তারা।
এসব শিক্ষক-কর্মচারীদেরকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর- মাউশি।
মাউশি রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত অগাস্ট মাসে দেশের মাধ্যমিকের কিছু বিদ্যালয়ে পরিদর্শন চালানো হয়। সে সময় বিভিন্ন স্কুলে শিক্ষক-কর্মচারীদের অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার চিত্র ধরা পড়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে শিক্ষক-কর্মচারীর অনুপস্থিত থাকার তথ্য সেপ্টেম্বরে মাধ্যমিক উইংয়ে পাঠানো হয়।
তাতে দেখা যায়, সবচেয়ে বেশি আট জন সহকারী শিক্ষক অনুপস্থিত ছিলেন কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে।
এছাড়া কুড়িগ্রামের উলিপুরের নতুন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে চার জন ও রৌমারীর সোনাপুর উচ্চ বিদ্যালয়ে চার জন সহকারী শিক্ষক অনুপস্থিত ছিলেন।
পটুয়াখালীর গলাচিপার হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ জন, নীলফামারীর ডোমারের বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচ জন এবং পঞ্চগড়ের আটওয়ারীর আলোয়াখোলা তফশিলী উচ্চ বিদ্যালয়ে চার জন সহকারী শিক্ষক অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন।