“বেশি গতি থাকলে ট্রেনটি দুর্ঘটনায় পড়লে ক্ষয়ক্ষতি বেশি হয়, গতি কম থাকলে ক্ষতির আশঙ্কাও কম, ট্রেনটি দ্রুত থামানো যায়,” বলেন অসীম কুমার।
Published : 16 Dec 2023, 11:11 PM
গাজীপুরে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার শিকার হওয়ার পর সতর্কতা হিসেবে রাতের ট্রেনের গতি কমিয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তাতে রাতের ট্রেন গন্তব্যে পৌঁছাচ্ছে বেশ বিলম্বে, ফেরার বেলায় সেই ট্রেন ছাড়ছেও দেরিতে। ফলে সব ট্রেনেরই সময়সূচি ভেঙে পড়ছে।
ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেল স্টেশনের মাঝে বনখড়িয়া এলাকায় বুধবার ভোরে রেললাইন কেটে ফেলায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়।
ওই ঘটনায় এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন লোকো মাস্টারসহ বেশ কয়েকজন। লাইন মেরামত করে ওই লাইনে ট্রেন চলাচল শুরু করতে এক দিন লেগে যায়।
ওই ঘটনার পর সতর্কতা হিসেবে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্য চলাচলকারী বিভিন্ন ট্রেনের গতি কমিয়ে দেয় বাংলাদেশ রেলওয়ে।
গত বৃহস্পতিবার রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং অফিসারের কার্যালয় থেকে রেলের বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়, চলমান বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপদ ট্রেন পরিচালনার জন্য বিভিন্ন রুটের ট্র্যাক পেট্রোলিং করতে হবে। এছাড়া রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্রেনগুলো ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে চালাতে হবে।
সাধারণত আন্তঃনগর ট্রেনগুলো ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চলে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
রেলওয়ের পূর্বাঞ্চলের ওই চিঠিতে বলা হয়, ঢাকা-আখাউড়া, চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-আখাউড়া, শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল-সিলেট, ময়মনসিংহ-শম্ভুগঞ্জ, গৌরীপুর-ময়মনসিংহ-শ্যামগঞ্জ, আখাউড়া-ভৈরব বাজার, টঙ্গী-ভৈরববাজার, জয়দেবপুর-গফরগাঁও সেকশনে নিয়মিত পেট্রোলিং করতে হবে।
একই ধরনের ব্যবস্থা নিয়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চলও। এর প্রভাব পড়েছে সারাদেশে রেলওয়ের সময়সূচিতে।
শনিবার দুপুরে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, বিভিন্ন গন্তব্য থেকে ট্রেন আসছে দেরিতে। এসব ট্রেন ছাড়তেও দেরি করছে।
রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস শনিবার বেলা ২টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। এমনিতে ট্রেনেটি কমলাপুরে আসে পৌনে ২টার দিকে। শনিবার বেলা ২টায় স্টেশনে গিয়ে দেখা যায়, সিল্কসিটি তখনও আসেনি।
এ সময় ট্রেনের অপেক্ষায় ছিলেন শতশত যাত্রী। নাটোরের যাত্রী সাবিকুন্নাহার বলেন, সিল্কসিটি সাধারণত নির্ধারিত সময়ে ছেড়ে যায়। আসেও ঠিক সময়ে।
“ট্রেনের সময়সূচি জানতে আমি কয়েকবার রেলওয়ের নির্ধারিত নম্বরে এসএমএস করেছি। কিন্তু কোনো রিপ্লাই নেই। ফলে জানতে পারছি না ট্রেনটি কতক্ষণ দেরি করবে।”
বেলা ২টা ৪০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস কমলাপুরের প্ল্যাটফর্মে আসে। ওই ট্রেনের যাত্রী আহমেদ হোসেন বলেন, রাজশাহী থেকেই ট্রেন ছেড়েছে ২০ মিনিট দেরি করে।
“সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেন রাজশাহী থেকে ছাড়ার কথা। কিন্তু ছেড়েছে ৮টা ২ মিনিটে। রাজশাহীতেই নাকি দেরি করে গিয়েছিল। আবার আসার পথেও ট্রেনের গতি ছিল তুলনামূলক কম। আমি নিয়মিত যাত্রী, বেলা ১টা ৪০ মিনিট বা পৌনে ২টায় কমলাপুরে পৌঁছে যাই অন্য সময়। কিন্তু আজ এক ঘণ্টা লেট।”
কমলাপুর প্ল্যাটফর্মেই ট্রেন পরিষ্কার করা হয়, ট্রেনের টয়লেটে পানি ভরা হয়। ঠিক এক ঘণ্টা দেরি করে বেলা ৩টা ৪০ মিনিটে সিল্কসিটি রাজশাহী ছেড়ে যায়।
শনিবার সিলেটের কালনী এক্সপ্রেস বেলা ২টা ৫৫ মিনিটের পরিবর্তে ১৮ মিনিট দেরি করে ছাড়ে বেলা ৩টা ১২ মিনিটে। নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ১৫ মিনিট দেরি করে ছেড়েছে বেলা ৩টা ২৫ মিনিটে। অথচ ছাড়ার কথা ছিল ৩টা ১০ মিনিট।
চট্টগ্রামের চট্টলা এক্সপ্রেস ১টা ৪৫ মিনিটে ছাড়ার কথা। ট্রেনিটি প্ল্যাটফর্মেই আসে বেলা আড়াইটায়। পরে ১ ঘণ্টা ১৩ মিনিট দেরি ২টা ৫৭ মিনিটে স্টেশন থেকে যায়।
এদিন জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ফেরার পথে ছাড়ে দেরিতে। ঢাকায়ও এসেছে দেরি করে।
জামালপুরের ইসলামপুর থেকে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রী হুমায়ুন কবির বলেন, “ট্রেন ইসলামপুর থেকে ছাড়ার সময় ৬টা ৫৫ মিনিটে। কিন্তু এক ঘণ্টা ২০ মিনিট দেরিতে সকাল ৮টা ১৫ মিনিটে ইসলামপুর ছেড়েছে আজ।”
কমলাপুরের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের ট্রেনের গতি কমিয়ে দেওয়ায় দুই দিকেই ট্রেন দেরি করে ছাড়ছে।
“একটা ট্রেন ঢাকার দিকে এল পঞ্চগড় থেকে, সেটাও তো আবার ঘুরিয়ে পঞ্চগড় যাবে। ওই ট্রেনটা আধাঘণ্টা দেরিতে এলে আবার আধা ঘণ্টা দেরিতে যাবে। এখন এটাই হচ্ছে। রেলের বৃহত্তর নিরাপত্তার স্বার্থে এটা খুব বেশি বিলম্ব নয়।”
ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ময়মনসিংহ পৌঁছানোর কথা শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে। ট্রেনটি ময়মনসিংহ পৌঁছায় পাঁচ ঘণ্টা দেরিতে, ৫টা ৫০ মিনিটে। সেটি মোহনগঞ্জ এক্সপ্রেস হিসেবে ঢাকা আসে। শনিবার সাপ্তাহিক বন্ধ।
বাংলাদেশ রেলওয়ের সুপারিনটেনডেন্ট (ময়মনসিংহ) নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরে দুর্ঘটনার পর ময়মনসিংহ হয়ে চলাচলকারী সবগুলো ট্রেন দেরি করেছে। শুক্রবারও এই ধারা ছিল। তবে শনিবার পরিস্থিতি কিছুটা ভালো। দেরি হয়েছে ‘২০-৩০ মিনিট’।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার চিলাহাটি এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেসসহ মোটামুটি সব ট্রেনই দেরি করেছে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার পর তারা কিছু জায়গায় পেট্রলিং শুরু করেছেন। অর্থাৎ ওই ট্রেনটির আগে একটি ট্রলি যাচ্ছে।
“ট্রলি আগে গেলে যদি দেখা যায় লাইন ঠিক আছে, তাহলে ওই ট্রেনের গতি কমানো হয় না। বেশি গতি থাকলে ট্রেনটি দুর্ঘটনায় পড়লে ক্ষয়ক্ষতি বেশি হয়, গতি কম থাকলে ক্ষতির আশঙ্কাও কম, ট্রেনটি দ্রুত থামানো যায়।”
নাশকতা: রেল চালু করল ‘ট্রলি রান’ ব্যবস্থা
এবার নীলফামারীর রেললাইনে নাশকতার চেষ্টা, স্থানীয়দের ধাওয়া
ভোরে ২ ট্রেনের মাঝের এক ঘণ্টায় কাটা হয় লাইন
ট্রেনের গতি কমিয়ে দেওয়ায় সময়সূচি ঠিক রাখা যে কঠিন, অসীম কুমারও তা মানছেন। তিনি বলছেন, মাঝেমধ্যে বসে থাকা ট্রেনের কোচ দিয়ে তারা ভিন্ন পথে ট্রেন চালাচ্ছেন।
“যেমন কোনো একটি ট্রেন সপ্তাহে একদিন বন্ধ থাকে। ওই ট্রেনের রেক স্টেশনে থাকে। কোনো ট্রেন আসতে দেরি হলে বসে থাকা ট্রেনের কোচ দিয়ে ট্রেনটি চালিয়ে দিই আমরা। এভাবে সময়সূচি ঠিক রাখার চেষ্টা করছি।”