আট বিভাগের মধ্যে শহরে সবচেয় কম জনসংখ্যা সিলেট বিভাগে। আর গ্রামে বেশি জনসংখ্যা বরিশাল বিভাগে।
Published : 28 Jul 2022, 12:54 AM
বাংলাদেশের মোট জনসংখ্যা এক তৃতীয়াংশ নাগরিক এখন শহরে বাস করেন; দুই তৃতীয়াংশ থাকেন গ্রামাঞ্চলে।
২০২২ সালের জনশুমারি অনুযায়ী, শহর ও পল্লীভিত্তিক জনসংখ্যার হার যথাক্রমে ৩১.৫১% ও ৬৮.৪৯%।
বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার এ প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
সরকারি হিসেবে দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।
জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী, পল্লী এলাকায় মোট জনসংখ্যা ১১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৫৮৭ জন।
এর মধ্যে পরুষ ৫ কোটি ৫১ লাখ ৬৬ হাজার ৫৮৪ জন, নারী ৫ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৪৬২ জন এবং হিজড়া ৬ হাজার ২৮৩ জন।
শহর এলাকার মোট জনসংখ্যা ৫ কোটি ২০ লাখ ৯ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ২ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৯৮২ জন, নারী ২ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন এবং হিজড়া ৬ হাজার ৩৪৬ জন।
আট বিভাগের মধ্যে গ্রাম এলাকায় সব চেয়ে বেশি জনসংখ্যা ঢাকা বিভাগে ২ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ২১৬ জন। আর সর্বনিম্ন বরিশাল বিভাগে ৬৮ লাখ ৯ হাজার ৮৪৪ জন।
শহর এলাকায় সবচেয়ে বেশি মানুষের বসবাস ঢাকা বিভাগে, ২ কোটি ৭ লাখ ৩৮ হাজার ৭৩৯ জন। আর সর্বনিম্ন জনসংখ্যা সিলেট বিভাগে ২০ লাখ ৬৫ হাজার ১২৩ জন।