সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে; বন্ধ থাকবে রোববার।
Published : 04 Jan 2023, 08:36 PM
ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে ‘রিভার ডেল্টা’ শীর্ষক নদী বিষয়ক গবেষণাভিত্তিক শিল্পকলা প্রর্দশনী শুরু হচ্ছে শুক্রবার।
বাংলাদেশের নদ-নদীর উপর পাঁচ বছর মেয়াদের চলমান একটি গবেষণার প্রথম পর্বের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
প্রদর্শনী চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত; বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সাপ্তাহিক ছুটি হিসেবে বন্ধ থাকবে রোববার।
এতে ছয়জন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শন করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ।
তারা হলেন- অপু রাজবংশী, মহসিন কবির, শিমুল দত্ত, নাজমুন নাহার কেয়া, প্রমথেশ দাস পুলক ও মোহাম্মদ হাসানুর রহমান। প্রদর্শনীর কিউরেটর জুয়েল এ রব।
প্রদর্শনীর এ পর্বের বিষয়বস্তু হিসেবে নদীর নাব্যতা, নগরায়ন ও ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রভাব, মুক্তিযুদ্ধ ও নদী, নদীর উপর নির্ভরশীল জীবনের পট-পরিবর্তন, পানি ও মৎস্য সম্পদের ভবিষ্যৎ, আন্তঃদেশীয় নদীর ভৌগলিক রাজনীতি এবং এর ফলে সৃষ্ট সংকটসহ নানান বিষয় উঠে এসেছে।
ড্রয়িং, ফটোগ্রাফিক ইম্প্রেশন, ইনস্টলেশন আর্ট, দ্বি ও ত্রিমাত্রিক ভাস্কর্য, সায়ানোটাইপ আর্কাইভাল প্রিন্টসহ মাল্টি ডিসিপ্লিনারির মাধ্যমে শিল্পকর্মগুলো প্রদর্শন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ এখন পানি সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং এর উপযুক্ত ব্যবহারের ব্যাপারে সর্তকতা অবলম্বন করতে শুরু করেছে। এ ব্যাপারে সমাজের সর্বস্তরে সচেতনতা, গঠনমূলক আলোচনা, নাগরিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধ তৈরি করতে সহায়তা করা কিংবা বিভিন্ন ধরনের কেইস স্টাডি করে তার থেকে প্রাপ্ত উপাত্ত নিয়ে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হওয়া জরুরি।”