মেট্রোরেল: আগারগাঁও-উত্তরা রুটের সব স্টেশন চালু

ঢাকার আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মোট নয়টি স্টেশনেই যাত্রী চলাচলের জন্য এখন মেট্রোরেল থামছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2023, 05:42 AM
Updated : 31 March 2023, 05:42 AM

দেশের প্রথম মেট্রোরেলের অষ্টম ও নবম স্টেশন হিসেবে ‘শ্যাওড়াপাড়া’ ও ‘উত্তরা দক্ষিণ স্টেশন’ খুলে দেওয়া হয়েছে যাত্রীদের জন্য।

এর ফলে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত নয়টি স্টেশনের সবগুলোতেই এখন যাত্রী চলাচলের জন্য ট্রেন থামছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় স্টেশন দুটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানান ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান।

তিনি বলেন, “আজকে সকালে আরো দুটি স্টেশন খুলেছে। সাধারণ যাত্রীরা এখন এই দুই স্টেশন থেকেও চলাচল শুরু করেছেন।”

চালু হওয়া নয়টি স্টেশন হল- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া ও আগারগাঁও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। এরপর ধাপে ধাপে মিরপুর ১০, পল্লবী, উত্তরা সেন্টারসহ অন্যান্য স্টেশন চালু হয়। সবশেষ গত ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু করা হয়।

ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিনিট পরপর এ বৈদ্যুতিক ট্রেনটি চলাচল করছে। এখন যাত্রীদের চাহিদা বিবেচনা করে আগামী ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলাচলের সময় আরও দুই ঘণ্টা বাড়নোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছেন, “৫ এপ্রিল থেকে সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলবে।"

এরপর ধারাবাহিকভাবে সময় বাড়িয়ে জুলাই মাস থেকে মধ্যরাত রাত পর্যন্ত মেট্রোরেল চলবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

পুরনো খবর

Also Read: মেট্রোরেল চলার সময় দুই ঘণ্টা বাড়ছে

Also Read: মেট্রোরেলের আরও দুই স্টেশন খুলল

Also Read: মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনও খুলল

Also Read: মেট্রোরেলের পল্লবী পর্ব শুরু

Also Read: ছুটির দিনে মেট্রোরেলে

Also Read: মেট্রোরেলের উদ্বোধনে খুললো নতুন যুগের দুয়ার