মেট্রোরেলের আরও দুই স্টেশন খুলল

এ মাসের মধ্যে শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশনও খুলে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 07:10 AM
Updated : 15 March 2023, 07:10 AM

ঢাকার প্রথম মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে ‘কাজীপাড়া’ ও ‘মিরপুর-১১’ স্টেশন খুলে দেওয়া হয়েছে যাত্রীদের জন্য।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় স্টেশন দুটি সবার চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

“এ মাসের মধ্যে শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশনও খুলে দেওয়া হবে।”

উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা। আর কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা।

অন্যদিকে আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা, মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন।

এরপর ধাপে ধাপে পল্লবী, উত্তরা সেন্টার, মিরপুর-১০ স্টেশন খুলে দেওয়া হয়। বুধবার দুটি স্টেশনে খুলে দেওয়ার ফলে মোট সাতটি স্টেশন চালু হল।

ডিএমটিসিএল বলছে, মার্চের মধ্যে উত্তরা-আগারগাঁও অংশের নয়টি স্টেশন চালু করার পর জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল। তখন ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ট্রেন।