‘মিরপুর-১০’ স্টেশন চালুর মধ্য দিয়ে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের নয়টি স্টেশনের মধ্যে পাঁচটি চালু হল।
Published : 01 Mar 2023, 10:59 AM
দেশের প্রথম মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর-১০ স্টেশন খুলে দেওয়া হয়েছে।
বুধবার সকাল ৮টায় স্টেশনটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানান ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।
এই স্টেশন চালুর মধ্য দিয়ে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের নয়টি স্টেশনের মধ্যে পাঁচটি চালু হল। বাকি চারটি স্টেশন ‘উত্তরা দক্ষিণ’, ‘মিরপুর-১১’, ‘কাজীপাড়া’ ও শেওড়াপাড়া’ চলতি মার্চের মাসের মধ্যেই খুলে দেওয়ার কথা জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক।
সবশেষ এ বছরের ১৮ ফেব্রুয়ারি খুলে দেওয়া হয় মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন। তার আগে ২৫ জানুয়ারি খুলে দেওয়া হয়েছিল মিরপুরের ‘পল্লবী স্টেশন’।
ঢাকা শহরের চিরচেনা যানজট এড়াতে সাড়ে ছয় বছরের নির্মাণযজ্ঞের পর গতবছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরদিন এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারের উড়াল রেলপথের মধ্যে উত্তরা-আগারগাঁও পর্যন্ত খুলে দেওয়া হয়।
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ চালু হতে পারে ২০২৫ সালের মধ্যে।
এখন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উত্তরা-আগারগাঁও অংশে ট্রেন চলাচল করছে।
মেট্রোরেলের প্রতি কিলোমিটারে জন্য ৫ টাকা এবং সর্বনিম্ন ২০ টাকা ভাড়া নির্ধারণ করেছে সরকার। সেই হিসাবে দিয়াবাড়ির উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত প্রত্যেক যাত্রীকে গুণতে হচ্ছে ৬০ টাকা করে।
আরও পড়ুন-
মেট্রোরেলের উদ্বোধনে খুললো নতুন যুগের দুয়ার