থাইল্যান্ডে অবস্থানরত স্বামীকে লাইভে রেখে ঢাকায় স্ত্রীর আত্মহত্যা

পরিবারের সঙ্গে ‘অভিমান করে’ ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2023, 09:26 AM
Updated : 21 May 2023, 09:26 AM

ঢাকার বাসাবোর ওহাব কলোনি থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যিনি বিদেশে অবস্থানরত স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সবুজবাগ থানার এসআই আজমিন নাহার কিরণ জানান, রোববার ভোরে খবর পেয়ে ওহাব কলোনির একটি পাঁচতলা ভবনের নিচতলা থেকে নুপুর খাতুন নামের ২৩ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

“বাসায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই গৃহবধূর লাশ।”

নুপুর বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার দত্তডাংগা গ্রামের আব্দুল মজিদ মোল্লার মেয়ে। দেড় বছর আগে নোয়াখালীর ছেলে তিতাস চৌধুরী সঙ্গে তার বিয়ে হয়।

ওহাব কলোনির ওই বাসায় নুপুর স্বামীর সাথে থাকতেন। গত ১৮ মে তার স্বামী থাইল্যান্ডে যান। গত তিন দিন ধরে তিনি বাসায় একাই ছিলেন। 

এসআই কিরণ বলেন, পরিবারের সঙ্গে অভিমান করে নুপুর স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।