সপ্তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ১০১ সদস্যের এ কমিটি নির্বাচন করা হয়।
Published : 04 Feb 2023, 11:50 PM
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
শনিবার সংগঠনের সপ্তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে মো. ইয়াহিয়াকে সভাপতি, এম এ তাহেরকে নির্বাহী সভাপতি ও হাসান তারিক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিতে নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ সম্মেলনে সুপ্রিম কোট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক আব্দুর নূর দুলাল শুভেচ্ছা বক্তব্য দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন এ এইচ এম খালেকুজ্জামান।