ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে, নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি।
Published : 17 Mar 2023, 09:26 AM
রাজধানীর রমনা ও যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণ গেছে।
রমনায় নিহত যুবকের নাম আব্দুল্লাহ লিমন, বয়স ৩০ বছর। তবে যাত্রাবাড়ীতে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
রমনা থানার ওসি আবুল হাসান বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে রমনায় বিচারপতিদের বাসভবনের সামনে এক ট্রাক লিমনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লিমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি বলেন, মিরপুরে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জের বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন লিমন। তার বাসা নারায়ণগঞ্জের গলাচিপা কলেজ রোডে। গ্রামের বাড়ি মানিকগঞ্জে। চাষাড়ায় বালুর মাঠ এলাকায় তার ব্যাটারির ডিলারশিপের ব্যাবসা রয়েছে।
পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি জব্দ এবং চালককে আটক করেছে বলে জানান ওসি আবুল হাসান।
এদিকে শুক্রবার ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর, পরনে ছিল কালো টাউজার ও কালো গেঞ্জি।
যাত্রাবাড়ী থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, মাতুয়াইলের রাজধানী ফিলিং স্টেশনের সামনে কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক।
গাড়িটি শনাক্তের চেষ্টা চলেছে বলে জানান তিনি।