উত্তরা ও গাজীপুরের যাত্রীদেরও পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হতে বলা হয়েছে।
Published : 10 Aug 2022, 05:30 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী যাত্রীদের ‘হাতে অতিরিক্ত সময় নিয়ে’ যাত্রা করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
বুধবার পুলিশের (ট্রাফিক) উত্তরা বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বাস র্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজের কারণে কয়েকটি লেইনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। রাস্তা সরু হয়ে যাওয়ায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় বিমানবন্দরগামী যাত্রীদের ‘অতিরিক্ত সময় নিয়ে’ যাত্রা শুরুর অনুরোধ করেছে পুলিশ। এছাড়া খিলক্ষেত হয়ে উত্তরা ও গাজীপুরের যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে চলাচল করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মো. সাইফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকল্প কাজের জন্য রাস্তা সংকীর্ণ। তাই যান চলাচলে সমস্যা হচ্ছে।”
এ ভোগান্তির অবসান কবে হবে জানতে চাইলে সাইফুল হক বলেন, “আমরা যোগোযোগ করেছিলাম। তারা দুই মাস সময় চেয়েছে।”
রাস্তা দুই ভাগ হয়ে যাওয়ায় বিমানবন্দরগামী যাত্রীদের ‘লো মেরিডিয়ান’ হোটেল এবং কাওলা অতিক্রম করার পর বাঁয়ের লেইন ব্যবহারের অনুরোধ করেন পুলিশের এ কর্মকর্তা।