২৪ ঘণ্টা পার না হতেই গ্রেপ্তারের খবর দিল পুলিশ।
Published : 25 Jul 2023, 06:55 PM
আশরাফুল আলম (হিরো আলম) হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় জিডি করার পর ত্বরিত পদক্ষেপ নিয়েছে পুলিশ।
ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই সিলেটের গোলাপগঞ্জ থেকে সেই হুমকিদাতাকে গ্রেপ্তারের কথা জানান হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম আবু আহমেদ। তাকে গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার বিকালে জানান ঢাকার হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন।
সিলেটের গোলাপগঞ্জ সার্কেলের এএসপি সুদীপ দাশ বলেন, ঢাকা থেকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ আবু আহমেদকে গ্রেপ্তার করে। পরে তাকে ঢাকার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার রাতে ঢাকার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম। তাতে তিনি বলেছিলেন, সোমবার রাত পৌনে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত তিন বার অজ্ঞাতনামা ওই ব্যক্তি তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে।
“ওই ব্যক্তিকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আগামী সাত দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়।”
হিরো আলমকে হুমকি দেওয়ার কারণ এবং যুবকের বিস্তারিত পরিচয় জানাননি হাতিরঝিল থানার ওসি। তিনি বলেন, থানার একটি দল ওই যুবককে ঢাকায় নিয়ে আসছে। আনার পর বিস্তারিত জানান হবে।
বগুড়া থেকে রাজধানীতে এসে ঢাকা-১৭ উপনির্বাচনে দাঁড়িয়ে আক্রান্ত হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভোগার কথা আগেও জানিয়েছিলেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।
গত ১৭ জুলাই ভোটগ্রহণের দিন বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে হামলার শিকার হন তিনি। এজন্য তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করেন।
হিরো আলমের উপর হামলা নিয়ে দেশে-বিদেশে উদ্বেগের মধ্যে পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে।