Published : 21 Aug 2023, 07:45 PM
বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়নের নির্বাচন সামনে রেখে নৈশভোজ আয়োজন করার পর বিমান বাংলাদেশের ফ্লাইট পার্সার গোলাম দস্তগীরকে ‘গ্রাউন্ডেড’ করা হয়েছে।
গত ১৫ অগাস্ট সন্ধ্যায় ঢাকার বারিধারা ক্লাবে ব্যক্তিগত ওই অনুষ্ঠান আয়োজন করায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে দস্তগীরকে।
উড়োজাহাজের ভেতরে যাত্রীদের সেবার জন্য কেবিন ক্রুরা নিযুক্ত থাকেন। এসব ক্রুর বিরুদ্ধে আনা অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত তাদের আর ফ্লাইটে পাঠানো হবে না- এটাকেই এভিয়েশন খাতে ‘গ্রাউন্ডেড’ বলা হয়।
গোলাম দস্তগীর বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়নের সদ্য সাবেক সভাপতি। ওই ইউনিয়নের এখন কোনো কমিটি নেই, নতুন কমিটির জন্য আগামী ৪ থেকে ১৭ সেপ্টেম্বর ভোট হবে। তাতে দস্তগীর সভাপতি প্রার্থী হিসেবেই লড়বেন।
দস্তগীরকে ২০ অগাস্ট পাঠানো কারণ দর্শানোর নোটিসে বলা হয়, “আপনি জাতীয় শোক দিবস ১৫ অগাস্ট সন্ধ্যায় বারিধারা ক্লাবে ‘টিম দস্তগীরে’র একটি আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করেছেন। ওই অনুষ্ঠানে আপনি সকলকে প্রাণবন্ত উপস্থিতির আমন্ত্রণ জানিয়েছেন।
“ব্যক্তিগতভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে হলে কর্তৃপক্ষের পূর্বানুমতির প্রয়োজন হয়, যা আপনি গ্রহণ করেননি। আপনার এহেন কার্যকলাপ বাংলাদেশ বিমান কর্পোরেশনের চাকরি বিধির পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।”
দস্তীগরের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা এই চিঠি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে ওই নোটিসে বলা হয়েছে।
এর ব্যতয় হলে বিমান কর্পোরেশন চাকরি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।
যোগাযোগ করা হলে গোলাম দস্তগীর বলেন, “১৫ অগাস্ট শোক দিবসের একটি আয়োজনে আমি গিয়েছিলাম। সেটা নিয়ে কর্তৃপক্ষের কাছে হয়তো ভুল বার্তা গিয়েছে।”
নির্ধারিত সময়েই নোটিসের জবাব দেবেন বলে দস্তগীর জানিয়েছেন।