রোববার সন্দ্বীপে দেশের সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
Published : 19 Feb 2023, 09:14 PM
ফাল্গুনের এক সপ্তাহ পার হতেই শীতের রেশ কেটে গেছে; দেশের উত্তর-পূর্বাঞ্চলে হালকা বৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ইতোমধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। রোববার সন্দ্বীপে দেশের সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস; সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সোমবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাক পারে। সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে গাজীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আভাসও রয়েছে বলে জানান এ আবহাওয়াবিদ।
পহেলা ফাল্গুনে আকাশ মেঘলা হবে, তবে বৃষ্টির আভাস নেই
বজ্রপাতের মওসুম শুরু, সচেতনতার তাগিদ
এক সপ্তাহ আগে বসন্তের প্রথম দিনে পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, পাবনা, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার- দেশের ছয় জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। শীত বিদায়ে এখন তাপমাত্রা বাড়ছে।
চলতি মৌসুমে চার দফা শৈত্যপ্রবাহ বয়ে গেছে সব মিলিয়ে। সামনে আসছে কালবৈশাখী, বজ্রপাত আর বজ্রঝড়ের মৌসুম।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান তিন মাসের (ফেব্রুয়ারি-এপ্রিল) দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছেন, মার্চে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দু’তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী হতে পারে।
শেষের দিকে পশ্চিম ও দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহও বয়ে যেতে পারে।