আসামিকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
রাজধানীতে ছুরিকাঘাতে এক যুবকের প্রাণহানি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিলে মৃত বলে জানান চিকিৎসক।
আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি।
হাই কোর্ট সামনে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নেন পথচারী শাকিল আকন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবকটির শরীরের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তাক্ত- অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “ময়নাতদন্তের জন্য ওই যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার বুকের বাম পাশে এবং বাম পাঁজোরে ও ডান পাঁজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”