এসএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন সারা দেশের ২০ লাখেরও বেশি শিক্ষার্থী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2022, 11:55 AM
Updated : 14 Sept 2022, 11:55 AM

বৃষ্টি আর রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে সড়কে পানি জমতে দেখা যাওয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সময় নিয়ে পরীক্ষার হলে রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এ অনুরোধ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত কয়েকদিন ধরে বৃষ্টি ও রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বেশ ধীরগতি পরিলক্ষিত হয়েছে।

“তাই পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওয়ানা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।”

অন্যদিকে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা চলার সময়ে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন সারা দেশের ২০ লাখেরও বেশি শিক্ষার্থী।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১৫ লাখ ৯৯ হাজার ৭১১জন। দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। আর ভোকেশনাল শিক্ষার্থী ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন।

মহামারীর কারণে চার মাস পিছিয়ে গত ১৯ জুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগ মুহূর্তে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দেওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।

পরে ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর নতুন সূচি প্রকাশ করা হয়।

আরও খবর

এসএসসি: প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ