“ওই ব্যাগটিতে তেমন মূল্যবান কিছু ছিল না,” বলছেন তার স্বামী।
Published : 01 Dec 2023, 09:53 PM
রাজধানীর রমনা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছে এক শিক্ষিকা; রিকশা থেকে পড়ে ভেঙেছে তার পা।
শুক্রবার দুপুরে মৎস্য ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মাহমুদা বেগম শিমু নামের ৪৭ বছর বয়সী ওই নারী উদয়ন স্কুলের শিক্ষক। হাজারীবাগের গণকটুলিতে তিনি পরিবার নিয়ে থাকেন।
শিমুর স্বামী জহিরুল ইসলাম জানান, দুই রিকশায় করে পরিবারের সবাই মিলে কাকরাইলে এক আত্মীয়র বাসায় যাচ্ছিলেন। এক রিকশায় ছিলেন শিমু এবং তিনি; অন্য রিকশায় সন্তানরা।
জহিরুল বলেন, রিকশাটি মৎস্য ভবনের সামনে দিয়ে কিছু দূর যেতেই একটি মোটরসাইকেলে দু'জন এসে শিমুর হাতে থাকা ব্যাগটি থাবা মেরে ছিনিয়ে যায়। সে সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন শিমু। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, তার ডান পা ভেঙে গেছে।
ওই ব্যাগে তেমন মূল্যবান কিছু ছিল না বলে জানান শিমুর স্বামী।
রমনা থানার এসআই মিজানুর রহমান বলেন, “আহতের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।”