কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল, তা এখনও স্পষ্ট নয়।
Published : 28 Jan 2024, 04:48 PM
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের নতুন টিনশেড কাঁচাবাজরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ওই বাজারে আগুন লাগে। প্রথমে সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করলেও পরে আরো দশটি ইউনিট যোগ দেয়।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ দল।
আগুন লাগার পর ভোর থেকেই আশপাশে উৎসুক জনতার ভিড় জমে যায়। তাদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।
ওই মার্কেটের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলাবক্স জানান, কাঁচাবাজার কৃষি মার্কেটে প্রায় ৭০০ দোকান রয়েছে। কোনো দোকানই আগুন থেকে রক্ষা পায়নি।
শাক-সবজি, মুদি পণ্যের পাশাপাশি এই মার্কেটে কাপড়, জুতা, মসলা, গয়নার দোকানও রয়েছে। কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল, তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত কারও হতাহত হওয়ারও খবর পাওয়া যায়নি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)