আদালত জিজ্ঞাসাবাদে তাদের দুই দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে।
Published : 14 Oct 2022, 06:57 PM
ঢাকার শুক্রাবাদে অন্তঃসত্ত্বা পার্লার কর্মীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই যুবককে দুই দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিশকে অনুমতি দিয়েছে আদালত।
শুক্রবার ঢাকার মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তী শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. রিয়াদ (২৪) ও ইয়াছিন হোসেন ওরফে সিয়াম (২৩)।
এ মামলায় এক নারীসহ আরও দুই আসামি এখনও পলাতক।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার পরিদর্শক জাহাঙ্গীর
আলম আসামিদের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের আইনজীবী রিমান্ড বাতিল চাইলে শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দেন বলে জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. মাহফুজ।
গত মঙ্গলবার বাসায় রূপসজ্জার জন্য ফোনে ডেকে এনে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন তিনজন।
বুধবার রাতে পুলিশ নগরীর নিউ মডেল কলেজের এক শিক্ষার্থীসহ দুইজনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় পার্লারের কাজের জন্য একটি ফোন আসে। এক নারী তাকে ধানমণ্ডি ২৮ নম্বর সড়কে যেতে বলেন। সে অনুযায়ী সেখানে গেলে তাকে শুক্রবাদের বাসায় নিয়ে যান রিয়াদ।
সেখানে ওই যুবকরাই তাকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ধর্ষণ করে বলে অভিযোগ ওই নারীর, যিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন।
সাত মাস আগে বিয়ে হওয়া ওই নারী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার স্বামী পুলিশকে জানিয়েছেন।