“কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না,” বলছেন ওসি আতিকুর।
Published : 22 Oct 2023, 10:41 PM
ঢাকার সবুজবাগে গলায় ফাঁস দেওয়া এক নারীর লাশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
রোববার সকালে সিঙ্গাপুর গলির একটি আমগাছ থেকে ওই লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সবুজবাগ থানার ওসি আতিকুর রহমান।
আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয় সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।
সিসি ক্যামেরার ভিডিওর বর্ণনা দিয়ে ওসি জানান, সকাল ৬টা ৫০ মিনিটে একটি আমগাছে গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেন ওই নারী।
“ভিডিওতে দেখা গেছে, আত্মহত্যার আগে গোলাপি প্রিন্টের ম্যাক্সিপরা ওই নারী আশেপাশে বেশ কিছুক্ষণ হাঁটাহাটি করেন এবং উঁকিঝুঁকি দেন। পরে এক সময় তিনি ওড়নার এক পাশ গলায় পেঁচিয়ে আমগাছের সাথে লাগিয়ে আত্মহত্যা করেন।”
ওই নারী কোথা থেকে এসেছেন, কোথায় ছিলেন, কেনইবা ‘আত্মহত্যা’ করলেন- সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা আতিকুর।
“আমরা তার পরিচয় পাওয়ার জন্য যা যা করা দরকার, তাই করছি।”